আজকের আলোচিত ছবি: ৮ সেপ্টেম্বর ২০২৫
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনের অনলাইন মনিটরিং বিষয়ক সভায় সভাপতির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি
-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন নবনিযুক্ত রবি আজিয়াটা পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ শাতারা। ছবি: পিআইডি
-
ঢাকায় মিরপুরে ইউসেপ বাংলাদেশের চেইনী হলে ‘দক্ষতা, বৈচিত্র্য ও সমতা: আগামীর সমৃদ্ধির বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় শহীদ মিনারে বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: পিআইডি
-
ঢাকায় জাতীয় শহীদ মিনারে বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দীন উমরের মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
-
শারদীয় দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি বলে জানান সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
মিনি ট্রাকের ধাক্কায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি:ফারহান সাদিক সাজু
-
অপরাধীদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। ছবি: সোহেল রানা
-
চলমান তরুণ ছাত্র-জনতার বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে দুপুর সাড়ে ১২টার ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীজুড়ে কারফিউ জারি করেছে। ছবি: এএফপি