হাসিনার রায়ের দিন, ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়ের তারিখ আজ ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ছবি: মাহবুব আলম
-
সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় দেখা যায় আর্মি, র্যাব, বিজিবি ও পুলিশের সতর্ক অবস্থান। সকাল ৯টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের সামনে থেকে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশপথে কড়া তল্লাশি চালাচ্ছেন।
-
আদালত প্রাঙ্গণে প্রবেশে সাংবাদিক ও আইনজীবীদেরও পরিচয় যাচাই করে ঢুকতে দেওয়া হচ্ছে।
-
ট্রাইব্যুনালের আশপাশে স্থাপন করা হয়েছে অতিরিক্ত ব্যারিকেড। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এছাড়া এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
-
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। তবে গণমাধ্যমকর্মীরা অনুমতি নিয়ে রিপোর্টিংয়ের সুযোগ পাচ্ছেন।
-
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। আজকের রায় ঘোষণাকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আগ্রহ ও আলোচনার ঝড়।