ফটোফ্রেমে এভারকেয়ারের সার্ভিক পরিস্থিতি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নেত্রীর চিকিৎসা চললেও হাসপাতাল প্রাঙ্গণের চিত্র বদলে গেছে গত কয়েক দিনে। ছবি: মাহবুব আলম
-
রাজনৈতিক কর্মীদের ভিড় কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে চিকিৎসা পরিবেশে। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে কেবল পুলিশ, বাইরে অবস্থান সংবাদকর্মীদের।
-
দেশের রাজনীতির প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নীরবেই লড়ছেন নানান জটিল শারীরিক সমস্যার সঙ্গে; চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
-
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।
-
বেগম খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির পর থেকেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক কর্মী, সহানুভূতিশীল সাধারণ মানুষ ও কৌতূহলী জনতার উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে চাপ তৈরি হচ্ছিল। তবে এখন দৃশ্যপট একেবারেই পাল্টে গেছে।
-
এভারকেয়ারের নিরাপত্তা চৌহদ্দের ভেতরে পুলিশ মোতায়েন থাকলেও বাইরে জড়ো হয়েছেন সংবাদকর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতি আগের তুলনায় নেই বলেই চলে। ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমে আর কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে না।