আজকের আলোচিত ছবি: ১৫ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
-
ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবনে ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রিনার ইন্ডাস্ট্রি’ এ প্রধান অতিথির বক্তৃতা করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছবি: পিআইডি
-
মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ছবি: পিআইডি
-
ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে যাওয়া সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সন্ধ্যার মধ্যে অধ্যাদেশ জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
-
পৌষ শেষে শুরু হয়েছে মাঘ মাস। প্রকৃতিতে বিরাজ করছে শীতের আমেজ। দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে খুচরা ও পাইকারি গরম কাপড় কিনতে জেলা ও জেলার বাহির থেকে শহরে ভিড় করছেন ক্রেতারা।