মেট্রোরেল ধরে হাঁটলেই চোখে পড়ে এক দশকের দুঃশাসনের গল্প
যেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মেট্রোরেলের সুউচ্চ পিলারগুলো, ঠিক সেখানেই কেউ কেউ লিখে রেখেছেন তাদের হতাশা, ক্ষোভ আর প্রতিরোধের বার্তা। ফার্মগেট থেকে কাওরানবাজার পর্যন্ত রাস্তা ধরে হাঁটলে দেখা যায় পিলারজুড়ে আঁকা গ্রাফিতি, ব্যঙ্গচিত্র আর নানা ধরনের কার্টুন যা বিগত এক দশকের শাসনের বিরুদ্ধে এক ধরনের নীরব অথচ জোরালো প্রতিবাদ। ছবি: মাহবুব আলম
-
২০১৩ সাল থেকে শুরু করে ২০২৪ এই সময়টায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল চড়াই-উতরাইয়ে ভরা। আর সেই সময়টায় ঢাকা শহরের অন্যতম আলোচিত প্রকল্প হিসেবে গড়ে উঠেছে মেট্রোরেল। অথচ সেই উন্নয়নের প্রতীকই যেন হয়ে উঠেছে জনঅসন্তোষের ক্যানভাস।
-
মেট্রোরেলের পিলারগুলো পরিণত হয়েছে এক ধরনের নাগরিক দেওয়াল পত্রিকায়, যেখানে কেউ লিখেছেন দুর্নীতির গল্প, কেউ এঁকেছেন ব্যঙ্গচিত্রে নিপীড়নের প্রতিবাদ।
-
চোখে পড়ে কিছু স্পষ্ট শব্দ ‘গুম’, ‘নির্বাচনী প্রহসন’, ‘পুলিশি রাষ্ট্র’, ‘মিথ্যা উন্নয়ন’।
-
সঙ্গে দেখা যায় একাধিক কার্টুন কখনও কোনো নেতাকে দেখা যাচ্ছে পুলিশ ও টাকার পাহাড়ের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনও আবার জনতার হাতে রশিতে বাঁধা সেই ক্ষমতাধরদের প্রতিকৃতি।
-
এসব গ্রাফিতি ও কার্টুনের আঁকার ধরন দেখে বোঝা যায়, কেবল রাস্তাঘাটে চলা সাধারণ মানুষ নয়, শিল্পীসম্মত কেউ কেউও এখানে যুক্ত। প্রতিবাদ এসেছে রঙে, রেখায়, রসাত্মক ভাষায় যা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন জাগায়।
-
রাজধানীর অন্যতম ব্যস্ত রুট এটি। সাংবাদিক, রাজনীতিবিদ, আমলা, শিক্ষার্থী সব শ্রেণির মানুষের চলাচল এখানে। আর এই পথ ধরেই প্রতিদিন হাঁটে শত শত মানুষ, যাদের অনেকেই দেখেন এই গ্রাফিতি।
-
প্রতিবাদের জন্য এমন দৃশ্যমান একটি রুটকে বেছে নেওয়ার পেছনে সম্ভবত উদ্দেশ্য ছিল বার্তাটি যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
-
২০১৩ সালের গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, ব্যাংক খাতের লুটপাট, গুম-খুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা, কিংবা সর্বশেষ নির্বাচন ঘিরে বিরোধী দলের আন্দোলন প্রায় প্রতিটি ইস্যুই কোনো না কোনোভাবে জায়গা করে নিয়েছে এই গ্রাফিতিগুলোতে।
-
২০২৪ সালের শুরু থেকেই পিলারগুলোতে বাড়তে থাকে রাজনৈতিক ব্যঙ্গচিত্রের পরিমাণ।
-
ছবিগুলোতে ব্যবহৃত প্রতীক, ভাষা এবং প্রসঙ্গ দেখে স্পষ্ট যে এসব এসেছে সরাসরি চলমান পরিস্থিতি থেকে। স্লোগানের ভাষা আরও তীব্র, চিত্র আরও রূঢ়।
-
শুধু পিলার নয়, সময়ও হয়ে উঠেছে সাক্ষী। ফার্মগেট থেকে কাওরানবাজার পর্যন্ত হাঁটলে দেখা যায় উন্নয়নের ছায়ায় লুকিয়ে থাকা অনুন্নয়ন, স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি আর জনমনে জমে থাকা হতাশার ছাপ।
-
গ্রাফিতি হয়তো দ্রুত মুছে যাবে, কিন্তু এসব ছবির ভাষা সময়ের ইতিহাস হয়ে থেকে যাবে।