যুদ্ধশিশু মনোয়ারা ক্লার্ক
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ বিজয় অর্জনের পরে এদেশে অনেক যুদ্ধশিশু জন্ম নেয়। এমনই এক যুদ্ধশিশু মনোয়ারা ক্লার্ককে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করার পরে অসংখ্য যুদ্ধ শিশু জন্ম নেয়। মনোয়ারা ক্লার্ক তাদের অন্যতম।
-
মনোয়ারা ক্লার্ককে একাত্তরের যুদ্ধ-পরবর্তী সময়ে কানাডার একটি শিশুভিত্তিক সংগঠন নিয়ে লালন পালনের জন্য নিয়ে যায়। তিনি দীর্ঘ ৪৩ বছর ধরে সেখানেই বসবাস করছেন।
-
মনোয়ারা ক্লার্ককে বাংলাদেশের জন্মসনদ দেওয়া হয়েছে। গত বছর তিনি বাংলাদেশে এসেছিলেন। বিদেশে থাকলেও এই দেশ মনোয়ারা-এ কথা ভাবতেই ভালো লাগছে মনোয়ারার।
-
মনোয়ারা বাংলাদেশ এসে দেখেছেন তার শত কোটি আপনজন। দেখেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরে এদেশের যুদ্ধকালীন হৃদয়স্পর্শী নানা দৃশ্য।
-
এদেশে এসে স্বতঃস্ফূর্তভাবেই অনেকের সঙ্গে নানা ধরনের কথা বলেছেন মনোয়ারা।