লেক কোমোতে প্রেমের ছোঁয়ায় মেহজাবীন-রাজীব
যেখানে প্রেমের গল্প শুরু হয়েছিল দীপিকা-রণবীরের, ঠিক সেই ইতালির লেক কোমোর নীল জলরাশি আর পাহাড়ঘেরা নিস্তব্ধতায় এবার ধরা দিলেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। স্বপ্নের মতো সুন্দর সেই জায়গায় তারা কাটাচ্ছেন নিজেদের বিশেষ কিছু মুহূর্ত হয়তো একটু দেরিতে শুরু হওয়া হানিমুন, কিংবা শুধু ভালোবাসার ছুটি। ছবির পর ছবি যেন বলে দিচ্ছে ভালোবাসা কেবল শব্দে নয়, ভালো লাগার প্রতিটি দৃশ্যে লুকিয়ে থাকে। ছবি: মেহজাবীনের ফেসবুক থেকে
-
বিয়ের কয়েক মাস পেরিয়ে গেলেও হানিমুন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না এই তারকা জুটির। তবে সম্প্রতি মেহজাবীনের শেয়ার করা একগুচ্ছ ছবিতে স্পষ্ট, এই সফরেই লুকিয়ে ছিল তাদের বহু প্রতীক্ষিত রোমান্টিক অবকাশ।
-
ছবিতে কখনো মেহজাবীনকে দেখা গেল লেক কোমোর নীল জলরাশির পাশে দাঁড়িয়ে, পরনে সমুদ্রের মতো নীল পোশাক।
-
কখনো আবার রাজীবের কাঁধে মাথা রেখে ভালোবাসায় ভরা এক শান্ত মুহূর্তে।
-
ছবিগুলোর প্রতিটি ফ্রেমে মিশে আছে প্রকৃতির সৌন্দর্য আর একান্ত ভালোবাসার উষ্ণতা।
-
ভালবাসাময় ছবিগুলো ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সবসময় শুনেছি যে লেক কোমো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর মধ্যে একটি, বিশেষ করে দম্পতিদের জন্য। তাই আমরা সত্যিই এটি নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আর সত্যি বলতে, এটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমরা ভাগ্যবান যে আমাদের হানিমুনের কয়েকটা দিন এখানে কাটিয়েছি; শান্ত, সুন্দর, এবং ছোট ছোট মুহূর্ত যা আমি কখনই ভুলব না। লেক কোমোতে আমাদের প্রিয় দিনের কিছু ঝলক শেয়ার করছি।’
-
ভক্তদের প্রতিক্রিয়াও কম নয়। কেউ লিখেছেন, ‘স্বপ্নের জুটি!’ আবার কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘আপনাদের হানিমুন এখনো শেষ হলো না বুঝি?’
-
ছোটপর্দার প্রিয় মুখ মেহজাবীন এখন বড় পর্দাতেও শক্ত অবস্থান গড়ছেন। ‘প্রিয় মালতী’-র মতো চলচ্চিত্র দিয়ে কুড়িয়েছেন প্রশংসা ও পুরস্কার।
-
পাশাপাশি রাজীবের সঙ্গে তার দাম্পত্যজীবনের নানা রঙিন মুহূর্তও মুগ্ধ করেছে অনুরাগীদের।