গ্ল্যামার ও অভিনয়ে পূজার দাপট
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন প্রজন্মের মুখগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত নাম পূজা চেরী। অল্প বয়সেই পর্দায় নিজের উপস্থিতি এত দৃঢ়ভাবে জানান দিয়েছেন যে, তাকে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ প্রতিনিয়ত বেড়েই চলেছে। অভিনয়ের দক্ষতা যেমন তাকে করেছে সফল; তেমনই গ্ল্যামার ও স্টাইলের কারণে হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের ফ্যাশন আইকন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
২০০২ সালের এই দিনে গোপালগঞ্জে তার জন্ম। বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই নাচ, গান আর অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। স্কুলজীবনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন। পরিবারের উৎসাহ এবং নিজের আগ্রহ মিলিয়েই শোবিজে প্রবেশের স্বপ্নপূরণ করেন।
-
শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে আসেন পূজা। বিজ্ঞাপন ও নাটকে প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। তবে চলচ্চিত্রেই খুঁজে পান নিজের বড় ক্যানভাস। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। সেখান থেকেই শুরু হয় বড় পর্দার যাত্রা।
-
নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয় ২০১৮ সালে ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে। সিয়ামের সঙ্গে তার রসায়ন দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। ছবিটি ছিল ব্লকবাস্টার। এর মাধ্যমে পূজা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘নূর জাহান’, ‘গলুই’, ‘শান’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করেন। প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন।
-
পূজা শুধু প্রেমের গল্পের নায়িকা নন বরং সামাজিক ও বাস্তবধর্মী গল্পেও তার অভিনয়ের শক্তিশালী উপস্থিতি আছে। যেমন ‘দহন’ ছবিতে তিনি রাজনৈতিক সহিংসতার শিকার এক তরুণীর চরিত্রে অভিনয় করেন, যা দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছিল। অন্যদিকে ‘গলুই’ ছবিতে গ্রামীণ কাহিনির মধ্যেও তিনি নিজেকে স্বাভাবিকভাবে মেলে ধরেন।
-
অভিনয়ের পাশাপাশি পূজা চেরীর জনপ্রিয়তার আরেকটি বড় কারণ হলো তার গ্ল্যামার ও ফ্যাশন সেন্স। তিনি তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন স্টাইল আইকন। লাল গালিচা হোক বা সাধারণ কোনো আয়োজন, প্রতিটি ক্ষেত্রেই তার সাজসজ্জা ও পোশাকচয়ন ভক্তদের নজর কাড়ে।
-
সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত নিজের স্টাইল ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন, যা তরুণদের কাছে বেশ অনুপ্রেরণাদায়ক। অল্প সময়ে পূজা চেরী পেয়ে গেছেন বিপুল ভক্তসমর্থন ও শিল্পী মহলের প্রশংসা। বেশ কয়েকটি পুরস্কারও জুটেছে তার ঝুলিতে। তিনি নিজেকে শুধু বাণিজ্যিক চলচ্চিত্রেই সীমাবদ্ধ রাখেননি বরং ভিন্নধর্মী গল্পেও অভিনয় করেছেন সাহসিকতার সঙ্গে।
-
ব্যক্তিগত জীবনে পূজা চেরী বেশ সরল ও পারিবারিক মানুষ। কাজের ফাঁকে তিনি পরিবারকে সময় দেন এবং নতুন কাজের পরিকল্পনা নিয়ে ভাবেন। তার স্বপ্ন হলো দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে ভালো মানের কাজ উপহার দেওয়া। সেই স্বপ্নপূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
-
বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র অঙ্গনে পূজা চেরী এমন একজন শিল্পী, যিনি অভিনয় ও গ্ল্যামার দুই দিকেই সমান দক্ষতা দেখিয়েছেন। এ কারণেই তাকে বলা হয় নতুন প্রজন্মের ‘ট্রেন্ডসেটার’। তার প্রতিটি কাজ প্রমাণ করে, তিনি শুধু সাময়িক জনপ্রিয়তার জন্য আসেননি; বরং দীর্ঘস্থায়ী ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই এগিয়ে চলেছেন।