চোখের বালির বিনোদিনী থেকে আজকের রাইমা

প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৫ আপডেট: ০২:৪৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৫

ঋতুপর্ণা ঘোষের ‘চোখের বালি’তে বিনোদিনী চরিত্রে রাইমা সেনের অনবদ্য উপস্থিতি যেন বাংলা চলচ্চিত্রে নতুন এক সূচনা ঘোষণা করেছিল। সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কন্যা হয়েও তিনি নিজের পরিচয়ের আলাদা রেখা টেনে নেন সেই চরিত্রের মধ্য দিয়ে। সংযত চোখের ভাষা, দৃঢ় অভিব্যক্তি আর অভিনয়ের ভেতরকার নীরব শক্তি সব মিলিয়ে রাইমা হয়ে ওঠেন ভিন্ন ধারার প্রতীক। সময়ের পরত পেরিয়ে আজও সেই রাইমা বদলেছেন, কিন্তু হারাননি নিজের মাধুর্য, সংযম আর গভীরতা। এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন এক পরিণত নারী, যিনি জানেন আলো-ছায়ার মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল রঙ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে