৫৭ বছরেও চিরতরুণী জুহি চাওলা

প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ আপডেট: ০৪:১৯ পিএম, ১৩ নভেম্বর ২০২৫

বলিউডের রঙিন জগতে এমন কিছু মুখ আছে, যাদের উপস্থিতি সময়কে যেন থামিয়ে দেয়। জুহি চাওলা তেমনই এক নাম-যার হাসিতে মিশে আছে সরলতা, মায়া আর চিরযৌবনের ছোঁয়া। নব্বইয়ের দশকের সেই মিষ্টি মুখ আজ ৫৭ বছরে পা রাখলেন, তবু যেন সময় তার কাছে হার মেনেছে। পর্দায় কিংবা বাস্তবে, জুহির প্রাণবন্ত হাসি এখনও মনে করিয়ে দেয় যৌবন শুধু বয়সে নয়, মনেও থাকে। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে