বডি হাগিং গাউনে লাস্যময়ী মিমি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মানেই সৌন্দর্যের এক অনন্য উপস্থিতি। ক্যামেরার সামনে হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে, তার প্রতিটি নতুন লুক ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ কালো পোশাকে। বডি-হাগিং স্টাইলিশ গাউনে ফুটে উঠেছে তার আকর্ষণীয় ফিগার।
-
বিশেষভাবে নজর কেড়েছে পোশাকটির সাহসী কাট-আউট ডিজাইন। গ্ল্যামার ও আবেদন দুটোকেই নিখুঁতভাবে মেলাতে পেরেছেন তিনি।
-
অতিরিক্ত অলঙ্কার নয়, শুধু কানে জ্বলজ্বল করছে ডায়মন্ডের দুল। সাজে রয়েছে ন্যুড-পিংক টোনের মেকআপ, চোখে আইলাইনার ও আইশ্যাডোর হালকা ছোঁয়া।
-
আলো-আঁধারির ফ্রেমে তৈরি হয়েছে সিনেম্যাটিক আবহ, যা মিমির উপস্থিতিকে করেছে আরও মনোমুগ্ধকর।
-
কোমরের ট্যাটুর ঝলক ছবিকে দিয়েছে ভিন্নমাত্রার উষ্ণতা। প্রতিটি ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে তার আত্মবিশ্বাস ও নিজস্বতার ছাপ। যেন নীরব ভাষায় বলে দিচ্ছেন-স্টাইল কখনো অনুকরণ নয়, বরং নিজের পরিচয়কে ফুটিয়ে তোলার মাধ্যম।
-
কালোর চিরন্তন আবেদনকে নতুন করে প্রাণবন্ত করে তুললেন মিমি চক্রবর্তী। প্রমাণ করলেন, এই রঙের জাদু কখনোই ফিকে হয় না।