শাড়ি থেকে ওয়েস্টার্ন, সব লুকেই সমান আবেদনময়ী ঋতাভরী
মাত্র দশম শ্রেণিতে পড়াকালেই ছোট পর্দায় যাত্রা শুরু হয়েছিল তার। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’ দিয়েই পরিচিত নাম হয়ে ওঠেন কলকাতার মেয়ে ঋতাভরী চক্রবর্তী। শুরুতেই তার সৌন্দর্য, প্রাণবন্ত অভিনয় আর আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়। সেই কিশোরী ঋতাভরী আজ ৩২-এর কোটায় পা রেখেও একইভাবে দীপ্তিমান, সমান আকর্ষণীয়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
ঋতাভরীর সৌন্দর্যের বড় শক্তি হলো বহুমাত্রিকতা। শাড়ির সাবেকি আবেদন হোক বা সাহসী পশ্চিমা পোশাক-সব জায়গাতেই তিনি অনন্যভাবে ধরা দেন। তার হাসি, সহজাত গ্ল্যামার আর প্রাণবন্ত ব্যক্তিত্বে রয়েছে এক বিশেষ আবেদন, যা অন্যদের থেকে তাকে আলাদা করে তোলে।
-
নেটের ঝলমলে গাউনে আবেদন ছড়াচ্ছেন লাস্যময়ী এই নায়িকা।
-
স্লিভলেস ব্লাউজের সঙ্গে ছাই রঙা সুতি শাড়ি, খোলা চুল, কাজল কালো চোখ সব মিলিয়ে অপরূপ অভিনেত্রী।
-
পুলসাইডে কালো হাই-স্লিট গাউন ও পার্ল স্টেটমেন্ট পিসে দীপ্তিমান এক গ্ল্যামার কুইন।
-
সমুদ্র-নীল সাটিন টু-পিসে ফো ফারের কম্বিনেশন-ঝলমলে এক ভিন্ন আবেদন।
-
ফো লেদার ব্রালেট জ্যাকেট ও বড় হুপ দুলে আধুনিক সাহসী ঋতাভরী।
-
ডিজাইনার ব্লাউজের সঙ্গে সিকুয়েলের ঝলমলে কালো শাড়িতে অপরূপ লাগছে তাকে।