বাংলাদেশের লুকানো সৌন্দর্য ধরা দিল নিউইয়র্কে
ব্যস্ত নগর নিউইয়র্কে যেন এক টুকরো বাংলাদেশ পৌঁছে গেল আলোকচিত্রের ফ্রেমে। মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের ক্যামেরার লেন্সে বন্দি হয়েছে দেশের জীবনধারা, সংস্কৃতি আর প্রকৃতির নিভৃত সৌন্দর্য। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে দর্শনার্থীরা পাচ্ছেন বাংলাদেশের এক ভিন্ন মুখচ্ছবি-যেখানে ফ্রেমের ভেতর শান্তি, সহমর্মিতা আর আশার গল্প বোনা আছে নিঃশব্দে। ছবি: মোস্তাফিজুর রহমান
-
শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে অবস্থিত সেভ দ্য পিপল অডিটোরিয়ামে সপ্তাহব্যাপী এই আয়োজন হয়েছে।
-
প্রদর্শনীটি প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
-
সমাপনী অনুষ্ঠান হবে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায়, যেখানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্র অনুরাগীরা অংশ নেবেন।
-
প্রদর্শনীতে বাংলাদেশের মানুষের জীবনধারা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ভেতরে লুকিয়ে থাকা শান্তির প্রতিফলন ঘটেছে ৪০টি আলোকচিত্রে।
-
প্রতিটি ছবিতেই উঠে এসেছে সৌহার্দ্য, দৃঢ়তা ও আশার গল্প।
-
মৌচাক থেকে মধু সংগ্রহ করছেন এক মৌয়াল।
-
ফ্রেমেবন্দি কোনো এক কনসার্টের ঝলক।
-
ধর্মীয় কাজে মগ্ন সবাই।
-
অনেকেই পরিবার নিয়ে এসেছেন এই প্রদর্শনীতে।
-
আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ৪০টি ছবির মাধ্যমে আমি চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপটে লুকিয়ে থাকা শান্তির আবহকে তুলে ধরতে। প্রতিটি ছবি একেকটি ছোট গল্প, যেখানে রয়েছে সৌহার্দ্য, দৃঢ়তা আর আশার প্রতিচ্ছবি।’
-
তিনি আরও বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতিই নয়; এটি ন্যায়বিচার, মর্যাদা এবং মানবিক সহমর্মিতার উপস্থিতি। আন্তর্জাতিক শান্তি দিবসে আমার ছবিগুলো সেই বার্তাই স্মরণ করিয়ে দিক।
-
‘সেভ দ্য পিপল’ নামের অলাভজনক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে সহযোগিতা করেছে ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন অব ইউএসএ–কুইন্স চ্যাপ্টার, পিস সেন্টার অব ইউএসএ এবং ইন্টারফেইথ সেন্টার অব ইউএসএ।
-
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব উদ্দীন মান্নান, এনওয়াইসি কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সেভ দ্য পিপলের সিইও ড. মুহাম্মদ শহীদুল্লাহ, আলোকচিত্র সাংবাদিক জয় মণ্ডল, সানাউল হক, খোরশেদ আলমসহ প্রবাসী বাংলাদেশিরা।
-
ফ্রেমেবন্দি পর্যটকদের উচ্ছ্বাস।
-
সবুজের চাদরে ঘেরা বাংলার রূপ।
-
সোনালী আঁশে কৃষকের হাসি।
-
আয়োজকদের আশা, প্রদর্শনীটি প্রবাসী বাংলাদেশির পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের দর্শনার্থীদের কাছে বাংলাদেশের শান্তির বার্তা পৌঁছে দেবে।