মুস্তাফিজ: বাংলার মাটিতে জন্ম নেওয়া এক বিস্ময়
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম আছে যাদের উচ্চারণেই ভক্তদের চোখে ভেসে ওঠে গর্ব, আনন্দ আর আবেগ। সেই তালিকার অন্যতম উজ্জ্বল নক্ষত্র মুস্তাফিজুর রহমান। ভক্তদের কাছে তিনি পরিচিত ‘দ্য ফিজ’ নামে, আবার কেউ কেউ ডাকেন ‘কাটার মাস্টার’ হিসেবে। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরার ছোট্ট গ্রাম তেঁতুলিয়ায় জন্ম নেওয়া এই বাঁহাতি পেসার আজ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে পরিচিত করেছে নতুন এক উচ্চতায়। ছবি: মুস্তাফিজের ফেসবুক থেকে
-
মুস্তাফিজুর রহমানের শৈশব ছিল সাদামাটা। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও ক্রিকেট ছিল তার প্রাণের খোরাক। ছোটবেলায় ভাইদের সঙ্গে ধানক্ষেতে কিংবা গ্রামের পাড়ায় বল হাতে দাঁড়িয়ে থাকা থেকেই ক্রিকেটের সঙ্গে তার সখ্য।
-
ক্রিকেটে ক্যারিয়ার গড়ার স্বপ্ন যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখনো হয়তো তিনি জানতেন না যে একদিন তার কাটারে দিশেহারা হবে বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা।
-
২০১৫ সালের জুন মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মুস্তাফিজের। আর অভিষেকেই যেন তৈরি হলো রূপকথা। প্রথম দুই ম্যাচে তিনি তুলে নেন মোট ১১ উইকেট-যা আগে কখনো কোনো বোলারের অভিষেক সিরিজে সম্ভব হয়নি।
-
শচীন, ধোনি, রোহিতদের ভোলানো কাটারে ভুগতে হলো ভারতকেও। তখন থেকেই ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে নতুন এক নাম ‘কাটার মাস্টার মুস্তাফিজ’।
-
মুস্তাফিজুর রহমান শুধু ওয়ানডেতেই নয়, টি–টোয়েন্টি ও টেস্টেও প্রমাণ করেছেন তার মুন্সিয়ানা। ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ শিরোপা জয়ে তিনি ছিলেন দলের মূল ভরসা। টুর্নামেন্টের সেরা নবাগত খেলোয়াড় হয়েছিলেন তিনি।
-
বাংলাদেশের একের পর এক ঐতিহাসিক জয়ে ছিল তার অমূল্য অবদান। ২০১৯ বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের শীর্ষ বোলারদের একজন।
-
তার ধীরস্থির মেজাজ, মাটির গন্ধমাখা সহজ জীবন আর বল হাতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার অসাধারণ ক্ষমতা তাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আলাদা এক আসনে বসিয়েছে।
-
মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো তার কাটার ডেলিভারি। বাঁহাতি পেসার হয়েও তিনি এমনভাবে স্লোয়ার কাটার করেন, যা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে দেয়। আইপিএল কিংবা আন্তর্জাতিক অঙ্গন-যেখানেই খেলেছেন, তার কাটারের জাদু ছিল ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন।
-
মুস্তাফিজুর রহমান অত্যন্ত লাজুক ও শান্ত স্বভাবের মানুষ। ক্রিকেট মাঠে যতটা আক্রমণাত্মক, মাঠের বাইরে ততটাই নিরহঙ্কার।
-
২০১৯ সালে তিনি বিয়ে করেন তার কাজিন সামিয়া পারভীনকে। পারিবারিক বন্ধনে জড়িয়ে তিনি আরও বেশি স্থিতিশীল হয়েছেন।
-
বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে মুস্তাফিজ কেবল একজন ক্রিকেটার নন, তিনি প্রেরণার প্রতীক। একটি ছোট গ্রাম থেকে উঠে এসে বিশ্বসেরা ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়ার গল্প তরুণদের শেখায়, পরিশ্রম আর বিশ্বাস থাকলে স্বপ্ন সত্যি হয়।
-
৬ সেপ্টেম্বর ছিল মুস্তাফিজুর রহমানের জন্মদিন। এই দিনে শুধু একজন ক্রিকেটারের জন্মদিনই নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বপ্ন দেখানোর এক অনন্য যাত্রার সূচনাদিন।