আশ্রয়ণের ঘরে পিঠা বানিয়ে ভাগ্য বদলেছেন রিনা
নিজের কোনো ঘর ছিলো না রিনা বেগমের। কখনো সামান্য কিছু টাকায় শহরে বাড়িভাড়া নিয়ে আবার কখনো অন্যের বাড়িতে আশ্রয়ে থেকেছেন তিনি। কিন্তু এক বছর তিন মাস আগে ভাগ্য পরিবর্তন হয় তার। মাদারীপুর মস্তফাপুরের খৈয়রভাঙ্গা গ্রামে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের একটি সরকারি ঘর পান তিনি।