আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৪ মার্চ ২০২৫
ফাইল ছবি

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল আছে। বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক।’

তিনি বলেন, প্রায় সাত বছর পরে উনি উনার পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে উনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন। উনার এই মানসিক সুস্থতা ওনার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আগের চেয়ে অনেক ভালো আছেন সেটা বলা যায় তবে উনি খুব সুস্থ হয়ে উঠেছেন সেটা আমি বলবো না। যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন তিনি। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি দেশে ফিরবেন। বিদেশে থাকার মানুষ তিনি নন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে দ্যা লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা নেন। ১৮ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। এরপর বাসা থেকেই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর।

কেএইচ/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।