জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার করবে এনসিপি
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (৭ মার্চ) বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আরও পড়ুন:
তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ তাদের এবং আহতদের পরিবারের সঙ্গে আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাইকে এতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
আখতার বলেন, আগামী ১১ মার্চ বাংলাদেশের বিদ্যামান রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশিল সমাজের সঙ্গে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
এনএস/এসএনআর/এমএস