স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০০ এএম, ০৮ এপ্রিল ২০২৫

বিএনপির সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করা হয়েছে।

সোমবার দিনগত রাত একটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর বাসায় গিয়ে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা কনসার্ট আয়োজক কমিটির প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন।

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।

কেএইচ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।