দলীয় শৃঙ্খলাভঙ্গ-চাঁদাবাজি
নিউমার্কেট থানা বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (৭ মে) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র-বিএনপির ফেসবুক পেজ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেএইচ/এএমএ/এএসএম