সমাবেশস্থলে জুমার নামাজ পড়ার ঘোষণা বিক্ষোভকারীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৯ মে ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে চলছে বিক্ষোভ। শুক্রবার জুমার নামাজের পর শুরু হবে সমাবেশ। সমাবেশস্থলে জুমার নামাজ পড়বেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (৯ মে) দুপুর ১২টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এ ঘোষণা দেন।

তিনি বলেন, জুমার নামাজ পড়েই মোনাজাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠবে। আমরা সবাই মঞ্চেই নামাজ পড়বো।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে ছাত্রশিবির, জামায়াত ইসলামী ও হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকেরা অংশ নিয়েছেন।

আরএএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।