নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ৩১ মে ২০২৫

নির্বাচন নিয়ে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না। যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক সরকার আসা উচিত। তবেই দেশের অস্থিরতা দূর হবে।

শনিবার (৩১ মে) রাজধানীর যাত্রাবাড়ীতে গরিব ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পক্ষে-বিপক্ষে মতামত সবারই থাকতে পারে। কিন্তু কেউ যেন বিষয়টি নিয়ে জাতিকে বিভ্রান্ত না করে। বিএনপিরও কথা বলার অধিকার আছে।

নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করবেন না: মির্জা আব্বাস

বিএনপির এই নেতা আরও বলেন, অনেকে ভয়ে আছেন—বিএনপি আবার ক্ষমতায় যাবে কি না। কিন্তু বিএনপি তো অতীতে একাধিকবার ক্ষমতায় ছিল। তাতে তো কিছু হয়নি। তাহলে এখন ভয় কেন? যদি জনগণ নির্বাচনে কাউকে নির্বাচিত করে, বিএনপি সেটা মেনে নেবে।

তিনি মনে করেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতার পর মির্জা আব্বাস পথচারী ও নিম্ন আয়ের মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।