যুবদল সভাপতি মোনায়েম মুন্না আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৯ জুন ২০২৫
এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন যুবদল সভাপতি আবদুল মুনায়েম মুন্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি আবদুল মুনায়েম মুন্না নেতাকর্মীদের ভিড়ে সড়কে পড়ে আহত হয়েছেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালিতে আঘাত লাগে।

আহত মুন্নাকে তাৎক্ষণিক এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার গোড়ালির মচকানো চোট চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে।

এই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতারা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ছুটে আসেন এবং মুন্নার শয্যাপাশে অবস্থান নেন।

কেএইচ/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।