পুলিশকে রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ জুলাই ২০২৫
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ/ ফাইল ছবি

অপরাধ দমনের জন্যে পুলিশকে রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১২ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।

আরও পড়ুন

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ‘পোস্টিং ও প্রমোশনের মুলা ঝুলিয়ে আর কতকাল পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে? অপরাধ দমনে পুলিশকে অবশ্যই রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে। অবিলম্বে পুলিশ কমিশন বাস্তবায়ন করুন।’

এমএইচএ/এনএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।