‘জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য জরুরি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০২ আগস্ট ২০২৫
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ’এর প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থান। আমরা বারবার লড়াই করে বিজয়ী হলেও সে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এবারও যদি দুর্নীতি ও অনাচার থেকে আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে।

শনিবার (২ আগস্ট) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জুলাই চেতনা নিয়ে ছায়া সংসদ’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন- এরা কেউই অগণতান্ত্রিক দল নয়, সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাঙ্ক্ষা সবকিছুই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। আমরা নির্বাচিত হলে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ে যারা ছিলেন- তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার বা ঐকমত্যের সরকার গঠন করা হবে।

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘ডিবেট ফর ডেমোক্রেসির’ চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মুক্তিযুদ্ধের পর জুলাই আমাদের এক যুগান্তকারী দলিল। জুলাইযোদ্ধারা ইতিহাসের মহানায়ক হিসেবে স্থান করে নিয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জাতীয় বীর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। জুলাই আমাদের ধর্ম-বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মানচিত্র থেকে জুলাই শহীদদের রক্তের দাগ কখনো মুছে যাবে না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। এই অভ্যুত্থানে শ্রমিক, রিকশাচালক, শ্রমজীবীসহ সব শ্রেণি পেশার মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর এতে নেতৃত্ব দিয়েছিল আমাদের তরুণরা। আমাদের সৎ, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে মুল্যায়ন করে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির এ আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে’ শীর্ষক ছায়া সংসদে তেজগাঁও কলেজের বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এ কে এম মাজহারুল ইসলাম, সাংবাদিক মো. লুৎফর রহমান, সাংবাদিক মাইদুর রহমান রুবেল ও সাংবাদিক জাকির হোসেন লিটন।

আরএএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।