ভারতের জোর দেখাবেন না : বঙ্গবীর


প্রকাশিত: ০১:১১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আপনি ভারতের জোর দেখান। আর পারবেন না। দয়া করে ভারতের জোর দেখাবেন না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না। মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে শনিবার দুপুরে এক জনসভায় সভাপতির বক্তব্যে কাদের সিদ্দিকী এ কথা বলেন। দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অবস্থা ভাল না। দারোগা-পুলিশের ওপর বেশী ভর কইরেন না। সূর্য যেদিকে ওঠে ওরা সেই দিকেই যায়। ১৪ আগস্ট যারা আপনাদের পা ধরে চুমো খাইত, ১৫ তারিখে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী আপনি সীমার-এজিদের মতো হবেন না। আপনি মা ফাতেমার মতো হোন। আপনি জল্লাদ প্রধানমন্ত্রী হবেন না। আপনি দরদী প্রধানমন্ত্রী হোন।

তিনি আরও বলেন, আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা ভাল কাজ করছে না। ৫ তারিখের নির্বাচন কেউ মানেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ প্রার্থী নির্বাচিত হয়েছে। এটি কোনো নির্বাচন হয়নি। আপনি আবার নির্বাচনের ব্যবস্থা করেন। জয়ী হোন, তারপর কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকেন। আপনি এখন জবরদখল প্রধানমন্ত্রী।

পুলিশ যদি মতিঝিলে আমার অবস্থান কর্মসূচিতে ডিস্টার্ব বন্ধ না করে, তাহলে আমি আপনার অফিসের সামনে অবস্থান নেব। তখন কেউ আমাকে ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী আমি আপনাকে আমার সঙ্গে কিংবা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করতে বলিনি। যার সঙ্গে আলোচনা করলে দেশে শান্তি আসে তার সঙ্গে আলোচনায় বসেন। প্রয়োজনে শান্তির জন্য চাড়ালের সঙ্গে আলোচনায় বসেন।

তথ্যমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ‘ইনু কথা বললে আমরা শরীর শির-শির করে। জাসদ গণবাহিনী সৃষ্টি করে মানুষ মেরেছে। ওর কথা মানুষ শুনতে চায় না। তিনি বলেন, পেট্রোলবোমা বিএনপিও মারে, আওয়ামী লীগও মারে। আওয়ামী লীগ সরকারের লোক দিয়ে বোমা মেরে দোষ চাপায়। অপরদিকে, বিএনপি মনে করে বোমা মারলে সরকারের পতন ঘটান যাবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক শেখ শওকত হোসেন নিলু, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।