মিরপুর থানার শিবির সহ-সভাপতিসহ আটক ১৫
রাজধানীর মিরপুর শাখা শিবিরের সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে ভাষানটেক থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিশাদ আরেফিন।
তিনি বলেন, শুক্রবার ভোররাত ৩টার সময় ভাষানটেক থানাধীন কচুক্ষেত ও ধামালটেক এলাকায় অভিযান চালিয়ে মিরপুর শিবিরের উপ-কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেনসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় নাশকতার অভিযোগ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত সকল শিবির কর্মীর নাম জানা যায়নি।
অভিযানে তাদের কাছ থেকে দলীয় ব্যানার, লিফলেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেইউ/এআরএস/এমএস