বুধবার থেকে ভাত যাচ্ছে না খালেদার কার্যালয়ে


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

বুধবার রাত ৮টা। যথারীতি গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালদে জিয়ার কার্যালয়ে অবস্থানরতদের জন্য একটি ভ্যানগাড়িতে করে খাবার নিয়ে আসা হচ্ছিল। কিন্তু হঠাৎ সিভিল পুলিশ সেসব খাবার কেড়ে নিয়ে যায়। তারপর রাত ১০টা আবারাে কার্যালয়ের ভেতরে শুকনো খাবার পাঠানোর সময় পুলিশ বাধা দেয়।

এই ঘটনার পর সেদিন রাতে কার্যালয়ে সংরক্ষিত হালকা শুকনো খাবার খেয়েই রাত যাপন করেছিলেন খালেদা জিয়া ও গুলশান কার্যালয়ের ভেতরে অবস্থানরত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৫০জন।

এদিকে পরের দিন বৃহস্পতিবার সকালে কার্যালয়ের ভেতরে খাবার প্রবেশ করাতে চাইলে আইন শৃৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী বাঁধা দেয়। ফলে বৃহস্পতিবার সারাদিন ভাত খেতে পারেননি খালেদা জিয়া। এরপর রাত গড়িয়ে আজ শুক্রবার বেলা দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ে কোন খাবার প্রবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে একটি সূত্র।

তবে শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে সরকারের বেসরকারী বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী  রাশেদ খান মেনন এর বোন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের জন্য খাবার প্রবেশ করাতে চাইলে পুলিশ অনুমতি দেয়। ফলে দীর্ঘ দুই দিন পর এক নেত্রীর খাবার ভেতরে প্রবেশ করলো।

গুলশান অফিস সূত্র জানায়, বুধবার বিকেলের পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভাত খাননি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) গুলশান অফিসে সংরক্ষিত খাবারগুলো খাচ্ছেন। ভেতরে খাবার প্রবেশ করতে না দেয়ায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে বলেও তিনি জানান।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।