আইএস যা করছে, বেগম জিয়া তাই করছেন : মির্জা আজম


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৮ মার্চ ২০১৫
ফাইল ছবি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আইএস যা করছে, বেগম জিয়া তাই করছেন। তার উদ্দেশ্য শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করা। তিনি জানেন শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না। তাহলে এ দেশকে আফগানিস্তান কিংবা পাকিস্তান বানানো যাবে। তাই শেখ হাসিনাকে রক্ষা করে দেশকে রক্ষা করতে হবে।

রোববার শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রধান অতিথি এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এদিন দুপুরে শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সম্মেলনের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে আমির আলী সরকার এবং সাধারণ সম্পাদক পদে ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে প্রধান বক্তা অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সংরক্ষিত নারী আসনের এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলি, পৌর মেয়র হুমাযুন কবির রুমান,  উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আগামী তিন বছরের জন্য আমির আলী সরকারকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৩ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন এবং কমিটি গঠন করা হয়েছিল।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।