সন্ত্রাসীদের আর সরকার গঠন করতে দেয়া হবে না : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ১০:১১ এএম, ২১ মার্চ ২০১৫

জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সিটি নির্বাচনে অংশ নিলেও আন্দোলন চলবে, এটা হতে পারে না। তাই যতই তিনি নির্বাচনে অংশ নেন না কেন মানুষ পোড়ানো পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে রেহায় পাবে না বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া শামুকিয়া মালিথাপাড়া প্রায় দুইশ ৫০ ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দল যাই হোক না কেন রাজাকার ও আগুন সন্ত্রাসীদের আর সরকার গঠন করতে দেয়া হবে না। পোড়া মানুষকে মাঝে রেখে রাজনীতিতে কোনো লেনদেন হবে না।

ইনু বলেন, উন্নয়নের প্রধান চালিকা শক্তিই হচ্ছে বিদ্যুৎ। বর্তমান সরকার বিদ্যুৎসহ দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করে চলেছে। আলোকিত বাংলদেশ গড়তে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বিদ্যুতের লোডশেডিং কম। অথচ স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী অবরোধ-হরতালের নামে সেই, উন্নয়নের চালিকা শক্তি বিদ্যুৎ সেক্টরেও হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এটি হতে দেয়া হবে না। রাজাকার-আগুন সন্ত্রাসী সমর্থক সরকার যাতে আর কোনোদিন রাষ্ট্রক্ষমতায় না আসে সে ব্যাপারে আমাদের সকলকে ঐকমত্যে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলহাজ্ব মুখলেছ গণী, মিরপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাপা (মঞ্জু) গ্রুপের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হোসেন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জাসদ নেতা আরিফুর রহমান আরিফ প্রমুখ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।