খালেদার সঙ্গে ড্যাব নেতাদের মতবিনিময়
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
দল পুনর্গঠন ও আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে মতামত নিতে ধারাবাহিক মতবিনিময়েরর অংশ হিসেবে এ আয়োজন বলে জানা গেছে।
এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন।
এমএম/জেএইচ