খালেদার সঙ্গে ড্যাব নেতাদের মতবিনিময়


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দল পুনর্গঠন ও আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে মতামত নিতে ধারাবাহিক মতবিনিময়েরর অংশ হিসেবে এ আয়োজন বলে জানা গেছে।

এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন।

এমএম/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।