তারেকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা
বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক এনামুল হক বাসুনিয়া এ আদেশ দেন।
মামলার আইনজীবী আরিফুল ইসলাম জানান, তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত বছরের ১৮ ডিসেম্বর এই আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। বিচারক ওইদিন তারেক রহমানকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তারেক রহমান আদালতে হাজির না হওয়ায় বিচারক ওইদিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সোমবার মামলার নির্ধারিত দিনে পুলিশ তারেক রহমানকে আদালতে হাজির করতে না পারায় আদালত এই নির্দেশ দেন। মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে আগামী ৮ অক্টোবর।
একে