ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকড
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। রোববার দুপুর থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু তাহের মো. মহিদুল হক জাগো নিউজকে বলেন, ‘দুপুর থেকে মাননীয় মন্ত্রীর ফেসবুক আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। এটি হ্যাক হয়েছে বলে মনে করছি। আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘মন্ত্রীর ফেসবুক আইডিটি ভেরিফায়েড। মন্ত্রী যে মেইল নম্বর দিয়ে ফেসবুক আইডি খুলেছেন সেই মেইলটির পাসওয়ার্ড ভুলে গেছেন। এছাড়া যাচাইয়ের জন্য যে ফোন নম্বরটি দেয়া হয়েছিল সেটিও নেই। সেই নম্বরের সিমটি তোলার চেষ্টা হচ্ছে।’
আরএমএম/বিএ/পিআর/জেআইএম