জাতীয় পার্টির প্রার্থী সেমনাথ দের নির্বাচন বর্জন
বাগেরহাট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেমনাথ দে নির্বাচন বর্জন করেছেন। রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘোষণা দেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট কেন্দ্র দখল, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, ফলাফল সিটে স্বাক্ষর নিয়ে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভোট কেন্দ্র দখলে পুলিশ ও প্রিজাইডিং অফিসারদের সহায়তার অভিযোগে বাগেরহাট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এমইউএইচ/এএইচ/জেআইএম