করোনা প্রতিরোধে মাঠে সেই ডেইজি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র আলেয়ার সারোয়ার ডিইজি। বিগত সময়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া ও নির্বাচনি প্রচারণাকালে ব্যতিক্রমী কার্যক্রমের কারণে আলোচনা ও সমালোচনার মুখে পড়েন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকের মাধ্যমে তাকে সচেতনতামূলক বক্তব্য দিতে দেখা গেছে। গত কয়েকদিন ধরে তিনি এ কাজ করছেন।

ডেইজি বলেন, নির্বাচনে হারলেও আমি জনগণের পাশে রয়েছি। জনগণ আমাকে ভোট দেয়ার সুযোগ পায়নি। আমি মনে করি জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে।

উল্লেখ্য, সংরক্ষিত আসন ছেড়ে গত সিটি নির্বাচনে সাধারণ আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে পরাজিত হন তিনি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।