প্রতিদিন ৩০০ পরিবারকে খাবার দিচ্ছেন যুবলীগ নেতা লিটু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৫ মে ২০২০

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। প্রতিদিনই সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত রিকশাচালক ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ইফতারির আগে রান্না করা খাবার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর ।

গত ৬ মে থেকে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইঞ্জিৎনিয়ার মো. সাব্বির আলম লিটু তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ২৪ নম্বর ওয়ার্ড দীপিকা মোড়ে ধারাবাহিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন। এরপর থেকে প্রতিদিনই নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান, বিস্কুট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন তিনি।

এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন উপস্থিত থাকছেন।

Litu-(1)

এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাব্বির আলম লিটু বলেন, বর্তমান মহামারি করোনাভাইরাসের ভয়াল পরিস্থিতিতে প্রতিদিন গড়ে ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনী খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ কাজে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন।

যুবলীগের এই নেতা আরও বলেন, দুস্থ মানুষদের মাঝে কোনোদিন রান্না করা খিচুড়ি, কোনোদিন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব মেনে এ কার্যক্রম চালানো হচ্ছে। প্রথম দিন থেকেই আমি সাধ্য অনুযায়ী ৩০০ বা তার বেশি রান্না করা প্যাকেট খাবার বা খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছি।

লিটু বলেন, গত ১০ দিন ধরে এ কার্যক্রম চলছে। করোনা সংকট স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষকে সহায়তার পাশাপাশি নিজের পরিচিতদেরও খোঁজ নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এইচএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।