ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে স্বপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৬ মে ২০২০

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার তিনি ক্ষেতলাল পৌরসভা ও তুলসীগঙ্গা ইউনিয়নে ঘূর্ণিদুর্গত কয়েকটি গ্রাম ও পাড়া পরিদর্শন করে দুর্গত মানুষদের সান্ত্বনা দেন। সেইসঙ্গে ব্যক্তিগতভাবে নগদ ৪ লাখ টাকা বিতরণ করেন।

jhor3

এ ছাড়া ক্ষতিগ্রস্ত জনগণকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন হুইপ স্বপন।

পরিদর্শনের আগে ক্ষেতলাল উপজেলা পরিষদে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত সমন্বয় সভায় যোগদান করেন তিনি।

সভায় তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০০ বান্ডিল টিন, নগদ ৩ লাখ টাকা , ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ১৫ কেজি চাল, জেলা পরিষদের পক্ষ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ ছাড়া উপজেলা পরিষদ নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়। সভায় আজকের মধ্যে ক্ষতির পরিমাণ নিরূপণ করে সম্ভাব্য সব সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ে পত্র পাঠানো সিদ্ধান্ত হয়।

jhor3

সভায় ও পরিদর্শনকালে হুইপের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ইউএনও আরাফাত রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম বুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ঈদের আগের গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে উপজেলার প্রায় দেড় হাজার বাড়ি ও প্রচুর গাছপালা ভেযঙ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এইউএ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।