অফিস দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’
সাধারণ ছুটি আর না বাড়িয়ে সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান, গণপরিবহন, বিপণীবিতান, দোকানপাট খুলে দেয়ার সিদ্ধান্তকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিবৃতিতে বলেন, যখন করোনা সংক্রমণ বিস্তার হচ্ছে তখন সরকারি ছুটি লকডাউন প্রত্যাহার সংক্রমণের ঝুঁকি, হার, গতি বাড়াবে এবং বড় ধরনের বিপর্যয় তৈরি করবে।
তারা ঢালাওভাবে লকডাউন প্রত্যাহার না করে ঝুঁকিপূর্ণ অঞ্চল বিবেচনায় নিয়ে ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পূর্নাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দাবি জানান।
উল্লেখ্য, শনিবার (৩০ মে) শেষ হচ্ছে করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি। এটিই দেশের ইতিহাসের সবচেয়ে লম্বা ছুটি। এ ছুটির অবসানের ফলে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি নির্দেশনা সাপেক্ষে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলছে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে নামছে গণপরিবহনও (বাস, লঞ্চ, ট্রেন)।
এফএইচএস/এনএফ/জেআইএম