করোনার ভয়াবহতার আগেই জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন করুন
করোনার অকল্পনীয় ভয়াবহতার আগেই কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে 'জাতীয় স্বাস্থ্য কাউন্সিল' গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শনিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী। করোনা বিস্তারের গতিরোধ করতে না পারলে জাতিকে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে হবে। এসব আশঙ্কা আর উদ্বেগ জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার স্মরণ করিয়ে দিচ্ছে।
তারা বলেন, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থাকে এখনই সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। সংস্কার কাজে হাত দেয়ার এখনই উপযুক্ত সময়। জাতি অতি দুঃখের সাথে ও চরম মূল্যের বিনিময়ে আজ স্বাস্থ্য ব্যবস্থার সীমাবদ্ধতা আর করুণ অবস্থা প্রত্যক্ষ করছে। কার্যকর একটি স্বাস্থ্যব্যবস্থার অধীর আকাঙ্ক্ষায় জাতি উন্মুখ। স্বাস্থ্য খাতের সংস্কারের লক্ষ্যে আসন্ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে।
বিবৃতিতে নেতারা বলেন, জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা শুধু চিকিৎসক বা কারও একক উদ্যোগের বিষয় নয়। এ জন্য স্বাস্থ্যব্যবস্থার নীতি, পরিকল্পনা এবং বাস্তবায়নে কার্যকর সংস্কারের লক্ষ্যে সমগ্র জাতিকে এই কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে হবে। সে লক্ষ্যে জাতির সব অংশীজনকে অন্তর্ভুক্ত করে অংশীদারিত্বমূলক পরিষদ অর্থাৎ ‘জাতীয় স্বাস্থ্য কাউন্সিল’ গঠন করতে হবে।
এইউএ/জেডএ/এমকেএইচ