আর্থিক প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৩ আগস্ট ২০২০

করোনা সংকটে সরকারের আর্থিক প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব করার দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারি মোকাবিলায় সরকার জনগণের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা খুব একটা সুফল পাচ্ছেন না। অথচ সারাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরাই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা নতুন নীতিমালা তৈরি করে করোনা সংকট মোকাবেলায় ঘোষিত আর্থিক প্রণোদনা ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব করতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানাচ্ছি। ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ সুবিধা পেতে পারে তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে পুলিশ বাহিনী সারদেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে গুম-খুন-ক্রয়ফায়ার-চাঁদাবাজি-মিথ্যা মামলা-হয়রানির অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। হয়তো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত না হলে রাষ্ট্র এতটা নড়েচড়ে বসতো না। আমরা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, পিডিপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

এইচএস/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।