জামায়াতের হরতালে পেছাল বিএনপির বৈঠক


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৪ নভেম্বর ২০১৪

সপ্তাহব্যাপী জামায়াতের হরতালে পিছিয়েছে জোটবন্ধু বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক। দলটির স্থায়ী কমিটির বৈঠক, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের বৈঠক এবং উপদেষ্টা পরিষদের বৈঠক।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার পূর্ব নির্ধারিত স্থায়ী কমিটির বৈঠক ১৩ নভেম্বরে পরিবর্তিত হয়েছে। বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের বৈঠক নেওয়া হয়েছে ১১ নভেম্বরে। আর আগামী রবিবার অনুষ্ঠিতব্য বিএনপির উপদেষ্টা পরিষদের বৈঠক একদিন পিছিয়ে সোমবারে নেওয়া হয়েছে।

যুদ্ধাপরাধ মামলায় সর্বোচ্চ আদালতের রায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান এবং একই অভিযোগে ট্রাইব্যুনালের রায়ে শুরা সদস্য মীর কাসেম আলীর ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত।

এর আগে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে গত বৃহস্পতি, রবি ও সোমবারও হরতাল করে দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।