সরকারের সমর্থনে দেশে এসেছেন লতিফ সিদ্দিকী : ফখরুল


প্রকাশিত: ০৭:৫২ এএম, ২৪ নভেম্বর ২০১৪

লতিফ সিদ্দিকী সরকারের সমর্থনে দেশে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বাংলাদেশ সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অনেকগুলো মামলা থাকা সত্ত্বেও তিনি কীভাবে বিমানবন্দর থেকে বের হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যাওয়াই প্রমাণ করে সরকারের সমর্থনে সে দেশে এসেছে। এতে পরিস্কার যে লতিফ সিদ্দিকীর সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

সুইডিস মন্ত্রীর সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাকে এসব ব্যাপারে অবহিত করেছি।

সুইডিস মন্ত্রী ইসাবেল্লা লোপিন বলেছেন, যেকোনো উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশের যেকোনো উন্নয়নে সুইডেন বাংলাদেশের পাশে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।