সিরাজগঞ্জ জেলায় কৃষক দলের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০২২

জাতীয়তাবাদী কৃষকদলের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মো. মতিয়ার রহমানকে আহ্বায়ক ও টি. এম. সাহাদত হোসেনকে (ঠান্ডু) সদস্য সচিব করে সিরাজগঞ্জ জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল উক্ত কমিটি অনুমোদন করেছেন।

কেএইচ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।