বিচার বিভাগে বিশৃঙ্খলা কাম্য নয় : ইসলামী ঐক্যজোট


প্রকাশিত: ০২:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

২০ দলভূক্ত ইমলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব বলেন, বিচার বিভাগে বিশৃঙ্খলা কখনো কাম্য নয়।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের মজলিশে শুরার সভায় সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বিচারাঙ্গনে সংঘটিত কতিপয় বিতর্কিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মাওলানা আবদুর রকিব বলেন, বিচার বিভাগের শৃঙ্খলা, স্বাধীনতা, মর্যাদা, নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে সমস্ত জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ অধঃপতনে যাবে।

সভায় আরো বক্তব্য রাখেন শাইখুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম, মহাসচিব আধ্যাপক মাওলানা আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মাজেদ আতহারী প্রমুখ।

এএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।