সত্যিকারের ভালো মনের মানুষ ছিলেন আলতাফ মাহমুদ


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য সাংবাদিক আলতাফ মাহমুদের কথা স্মরণ করে আয়োজিত একটি সভায় বলা হয়েছে, নিজের মেধা, যোগ্যতা ও শ্রমের মধ্য দিয়ে আলতাফ মাহমুদ সাংবাদিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন সত্যিকারের ভালো মনের মানুষ ছিলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিএফইউজে এ সভার আয়োজন করে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, নিজের মেধা, যোগ্যতা ও শ্রমের মধ্য দিয়ে আলতাফ মাহমুদ সাংবাদিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজ তিনি বেঁচে না থাকলেও আমাদের মাঝে আলতাফ মাহমুদ সবসময় থাকবেন।

যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলতাফ মাহমুদ সুদৃঢ় ছিলেন জানিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ একজন সত্যিকারের ভালো মনের মানুষ ছিলেন। কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেননি তিনি। শুধু তাই নয়, ইউনিয়নের নেতৃত্ব থেকে শুরু করে যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন সুদৃঢ়।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক চৌধুরী আলতাফ মাহমুদের স্মৃতিচারণ করে বলেন, সৎ নিষ্ঠাবান সাংবাদিকতার পথিকৃৎ ছিলেন তিনি। বিএফইউজেতে আলতাফ মাহমুদ অমর হয়ে থাকবে।     

বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, ঢাকা সংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাংবাদিক নেতা মধুসুধন মন্ডল প্রমুখ।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।