তৃণমূলকে শক্তিশালী করতে ইউনিট পুনর্গঠনে চট্টগ্রাম বিএনপি
চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিট পুনর্গঠনে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রম চলবে। কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন নেতা। সবকিছু হবে প্রকাশ্যে। এখানে লুকোচুরির কিছু নেই। সঠিক প্রক্রিয়ায় ইউনিট কমিটি গঠন হবে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে কাজীর দেউরী সমাদর কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপির জরুরি সভায় এ কথা বলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বুঝতে পেরেছে তাদের টিকে থাকার আর কোনো সম্ভাবনা নেই। তাই তারা আবোল তাবোল বক্তব্য দিচ্ছে। সরকারের দুর্নীতি দুঃশাসনে জনগণের পিঠ দেওয়ালে ঠেকেছে। কেউ শান্তিতে বসবাস করতে পারছে না।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে গাইডলাইন দিয়েছেন ঠিক সেভাবেই চট্টগ্রামের সব ইউনিটের কমিটি গঠন হবে। তিনি নির্দেশনা দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম বেগবান করার। চট্টগ্রামে বিএনপিকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে পুরোদমে কাজ চলছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান ও আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া প্রমুখ।
ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম