বিআরটিসির কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বগুড়া বাস ডিপো অফিসে নারী কর্মচারীকে শ্লীলতাহানি করেছে এক বাসচালক। তবে ওই নারী কর্মচারী এ ঘটনায় বাস ডিপোর ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। সোমবার রাতে তিনি বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিআরটিসি বগুড়া বাস ডিপোতে একজন মৃত বাস চালকের মেয়েকে কম্পিউটার শাখায় মানবিক কারণে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এরপর একই ডিপোর বাসচালক আবুল বাশার (৩৫) ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দিয়ে গত ৯ ফেব্রুয়ারি শহরের খান্দার এলাকায় তার বাসায় নিয়ে যায়। বাসায় কেউ না থাকার সুযোগে আবুল বাশার ওই কিশোরীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে।
বৃহস্পতিবার এ বিষয়ে বিআরটিসি বগুড়া বাস ডিপো ম্যানেজারের কাছে ওই নারী লিখিত অভিযোগ দেয়। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও বাসচালক আবুল বাশারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি তাকে থানায় অভিযোগ করতেও মানা করা হয়েছে। ফলে আবুল বাশার নানা কৌশলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।
অভিযুক্ত বাসচালক আবুল বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রমূলক তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে আপোস করা হয়েছে।
বিআরটিসি বাস ডিপোর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমীন জানান, মেয়েটির বক্তব্য অনুযায়ী তার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবুল বাশার তার শ্লীলতাহানি করেছে। ইউনিয়নের পক্ষ থেকে ম্যানেজারকে জানালে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। লিখিত অভিযোগ দেয়ার পরে অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার নিহার রঞ্জন মজুমদার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তার বক্তব্য শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর থানায় অভিযোগ করতে মানা করার বিষয়টি সত্য নয়।
এআরএ/আরআইপি