সুন্দরবন ধ্বংসী বিদ্যুৎ প্রকল্পসহ সকল অপতৎপরতা বন্ধের দাবি
সুন্দরবন ধ্বংসী রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সকল অপতৎপরতা বন্ধ ও বিদ্যুৎ সংকটের সমাধানে জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন বিনষ্ট হওয়া মানে লাখ লাখ মানুষের জীবিকা হারানো, উপকূলীয় অঞ্চলের কয়েক কোটি মানুষের মৃত্যু ও ধ্বংসের হুমকির মুখে পরে যাওয়া।
তারা বলেন, বিদ্যুৎ সংকট সমাধানের কথা বলেই এসব প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে। আমরা বিদ্যুৎ সংকট সমাধানে যথাযথ পথ গ্রহণে সবসময়ই দাবি করে আসছি। জাতীয় কমিটির ৭ দফা তার সমাধানের পথও দেখিয়েছি।
সমাবেশ থেকে জানানো হয়, সুন্দরবন বিন্যাশী ও জনধ্বংসী বিভিন্ন প্রকল্প, দুর্নীতি ও অস্বচ্ছতাযুক্ত জাতীয় স্বার্থবিরোধী নীতি ও চুক্তিসমূহ বাতিল করে জাতীয় ৭ দফা বাস্তবায়নের দাবি নিয়ে ১৫ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকা ও নারায়ণগঞ্জ এবং ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সারাদেশে প্রতিবাদ ও দাবি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ বিভিন্ন শ্রেণি পেশার সঙ্গে মতবিনিময় এবং আগামী ১০ থেকে ১৫ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনমুখী জনযাত্রা অনুষ্ঠিত হবে।
সমাবেশে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আনু মোহাম্মাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এএস/একে/পিআর