মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশ থেকে মামলা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও সংবাদ পাঠক ফোরাম।

এসময় বক্তারা সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলাসহ সাংবাদিকদের উপর মামলা, হামলা, গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

কর্মসুচিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,  মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, জেলা আদিবাসি পরিষদের সভাপতি সূর্য মরমূসহ প্রমুখ।

রবিউল এহ্সান রিপন/এফএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।