প্লাস্টিকের ব্যাগে ১০ মাসের শিশু
ঢাকার ধামরাই উপজেলার সোয়াপুর এলাকায় আঞ্চলিক সড়কের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো জীবিত অবস্থায় ১০ মাসের এক শিশুকে উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার দুপুরে ওই শিশুকে উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা ।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় জানান, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সোয়াপুর যাওয়ার আঞ্চলিক সড়কের পাশে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে বাচ্চা শিশুর কান্না শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ব্যাগ খুলে ১০ মাসের একটি ছেলে শিশু দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শিশুটির কোন স্বজন না পাওয়ায় তেজগাও এলাকায় অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, কে বা কারা শিশুটিকে ব্যাগ ভর্তি করে সড়কের পাশে ফেলে গেছে পুলিশ তাদের খুঁজে বের করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আল- মামুন/এসকেডি/এমএস