অতীতের চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর : রওশন


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গভীর ও উন্নত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সাথে তার গুলশানস্থ বাসভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
 
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ভাল বন্ধু ও প্রতিবেশীর নয় বরং বাংলাদেশ-ভারত একে অপরের উন্নয়নের অংশীদার। আর দু’দেশের পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক ও যৌথ নেতৃত্বে এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে জনসাধারণের জীবনমানের পরিবর্তন সম্ভব।

বিরোধীদলীয় নেতা ভারতকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানালে হাইকমিশনার বলেন, বাংলাদেশে শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নে ভারতের সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী। তিনি জাতীয় পার্টির সংসদীয় দলকে ভারতের পার্লামেন্ট পরিদর্শনের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা দুই পক্ষের সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করেন।
 
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফহুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, জিয়াউদ্দিন বাবলু এবং ভারতীয় হাইকমিশনারের কর্মকর্তারা।

এইচএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।